রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুদের সংখ্যা বেড়ে ৭

168
25

ডেস্ক রিপোর্ট

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগরে গ্যাস বেলুন ফোলানোর গ্যাস সি’লিন্ডার বি’স্ফোরণের ঘটনায় নিহ’তের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত। বুধবার দিবাগত মধ্যরাত ও বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যুর কোলে ঢলে পড়ে দুই শিশু।

রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সিলিন্ডার বি’স্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশু নিহাদ ও প’ঙ্গু হাসপাতপালে চিকিৎসাধীন শিশু রিয়ার মৃ’ত্যু হয়েছে। তিনি আরো বলেন, রিয়ার ম’রদে’হ ময়’নাতদন্তের জন্য শ’হীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এবং নিহাদের ম’রদে’হটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে রাখা হয়েছে।

বি’স্ফোরণে নারী ও শিশুদের ক্ষ’ত-বিক্ষ’ত দে’হ পড়ে ছিল। এসময় এক নারীর হা’ত উ’ড়ে গেলে প্রথমে মনে করা হয় উনি মা’রা গেছেন। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। বি’স্ফোরণের পর ঘটনাস্থলে নিহ’ত হন বাকি ৫ শিশু হলো- শাহিন, নূপুর, ফারজানা, জান্নাত ও রমজান। এদিকে সিলি’ন্ডার বি’স্ফোরণে হ’তাহ’তের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। তাকে প’ঙ্গু হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, বেলুনওয়ালা সাঈদ তার গ্যাস সি’লিন্ডারের গ্যাস শেষ হওয়ার পর আবার গ্যাস তৈরি করছিল। এসময় একজন তাকে সা’বধান করে বলেন এভাবে গ্যাস তৈরি করলে বি’স্ফোরণ হতে পারে। এর কিছুক্ষণ পরই বি’স্ফোরণ হয়।

বুধবার বিকেলে রূপনগরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির পাশে ও মনিপুর স্কুল রূপনগর শাখার বিপরীতে ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরার সময় সি’লিন্ডার বি’স্ফোরণে পাঁচ শিশু নিহ’ত হয়। এতে আহ’ত হয় ১৭ জন। নিহতরা সবাই পাশের বস্তিতে থাকতো বলে জানা যায়।