নড়াইলের জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে উঠান বৈঠক

0
19

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের (৫ম পর্যায়) আওতায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় প্রকল্প উপজেলা নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের বীরগ্রামের মহিলা ইউপি মেম্বার ঝুনু মল্লিকের বাড়ির উঠানে।

জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রামের গন্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ বক্তারা শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। শিশু-মাতৃ স্বাস্থ্য, পুষ্টিকর খাবার তালিকা, কৃমিনাশ’ক ও’ষুধ সে’বন, স্কুলে শিশুদের মিড ডে মিল নিশ্চিতকরণ এবং লিগাল এইডসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত নারী-পুরুষদের সচেতন করা হয় ৷

অনুষ্ঠানের শেষে উপস্থিত জনগণের নিকট থেকে মা’দক, যৌ’তুক, বা’ল্যবিবাহ, দুর্নীতি বিরোধী ও নারীর প্রতি সহিং’সতা প্রতিরো’ধ বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রায় ৮০ জন নারী-শিশু-পুরুষ উপস্থিত ছিলেন ৷