নিউজ ডেস্ক
রবিবার (১০ নভেম্বর) রাজধানীর বনানীতে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে আ’র্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের বহনকারী একটি গাড়ি উল্টে গিয়ে ১৩ জন এপিবিএন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ নামে ছয়জন পুলিশ এখনো হাসপাতালে ভর্তি আছেন।
তিনি বলেন, ভোরে উত্তরা থেকে একটি পিকআপভ্যানে করে এপিবিএন এর ১৫ সদস্য ধানমন্ডির সুধাসদনে ডিউটিতে যাচ্ছিলেন। পিকআপভ্যানটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ একটি ভ্যান ওই গাড়ির সামনে চলে আসে। ভ্যানচালককে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।