স্টাফ রিপোর্টার
নড়াইলে বিপুল উৎসাহ উদ্দিপনায় মোহনা টেলিভিশনের নবম বছর পূর্তি ও একইসাথে ১০ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে। বাংলার প্রতিচ্ছবি শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে সকাল ১০টায় একটি র্যালি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাবের হলরুমে পৌছায়। এসময় আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার)। তিনি মোহনা টিভির উত্তরাত্তর উন্নতি কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিমূল ইসলাম টুলু, সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি নাইমুর রহমান ফিরোজ, সহ-সভাপতি এম মুনীর চৌধূরী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, দৈনিক ওশান পত্রিকার ভাঃ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলশান আরা, টি আই মনিরুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, কোষাধাক্ষ্য মিরাজ খান, দপ্তর সম্পাদক লুৎফুল আলম সজল, বাংলাদেশ বেতার ও আরটিভির জেলা প্রতিনিধি সুজয় কুমার বকশী, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, ইন্ডেপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আসাদুর রহমান, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি খন্দকার সাইফুল, কাজী হাফিজুল করিম শিল্পী, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মধু সরকার, সৈয়দ হুমাউন আমীর বাবু, ফারুক হোসেন, শুভ সরকার, মোঃ রফিকুল ইসলাম, আলমগীর হোসেন জোমাদ্দার, রুবেল হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি হাফিজুল নিলুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।