ডেস্ক রিপোর্ট
রোববার (১০ নভেম্বর) দুপুরে ভোলার ইলিশায় একটি ট্রলার ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ডু’বে যায়। সোমবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জের মাছকাটা নদীতে ৯ জেলের ম’রদে’হসহ ট্রলারটি উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, ট্রলারে ১১ জেলে নিখোঁজ ছিলেন।
মৃ’তরা হলেন- ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার আবুবক্করপুরের কামাল দালাল, মফিজ মাতুব্বর, নূরাবাদের হাসান মোল্লা, নুরুন্নবী বেপারী, ফরিদাবাদের নজরুল ইসলাম, কবির হোসেন, আব্দুল্লাহপুরের মো. বিল্লাল, চরফ্যাশন থানার উত্তর শিবার আব্বাস মুন্সি, রফিক বিশ্বাস।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, রোববার দুপুরে ভোলার ইলিশায় ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে তোফায়েল মাঝির একটি ট্রলার ডু’বে যায়। ওই ট্রলারে ২৪ জন জেলে ছিলেন। এসময় ১৩ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা নিখোঁ’জ ছিলেন। সোমবার রাতে মাছকাটা নদীতে ট্রলারটির সন্ধান পাওয়া যায়। পরে ট্রলারটির ভেতর থেকে ৯ জনের ম’রদে’হ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এর আগে রোববার রাতে খোরশেদ নামের এক জেলের ম’রদে’হ নদী থেকে উদ্ধার করা হয়। তবে এখনো একজন নিখোঁ’জ রয়েছে তিনি উল্লেখ করেন।