নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

0
18

স্টাফ রিপোর্টার

“আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীম রেজা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুস আলী প্রমুখ। কর্মসূচিতে চিকিৎসক, সেবিকা, সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের কর্মকর্তা, কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।