স্টাফ রিপোর্টার
নতুন সড়ক আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধনের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক, নড়াইল জেলা বাস- মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাদেক আহম্মেদ খান, নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ বিপ্লব বিশ্বাস বিলো সহ অনেকে।
এসময় বক্তরা বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনায় মামলা ৩০৪/খ ধারা রুজু করা, সকল মটরযান ও চালকদের উপর অধিক অর্থদ’ণ্ড, জেলা জরিমানার নতুন আইন সংশোধনসহ মোট ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতি, বাস-মিনিবাস- মাইক্রেবাস শ্রমিক সমিতি, রেন্ট-এ-কার মালিক সমিতির কর্মকর্তা-শ্রমিকগণ এ সময় উপস্থিত ছিলেন।