নড়াইলে নতুন সড়ক আইন মেনে চলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা

0
81

স্টাফ রিপোর্টার

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নড়াইলে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলার জন্য সচেতনতা মূলক র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। “নতুন আইন মেনে চলি, নিরাপদ সড়ক গড়ি” এ শ্লোগানকে সামনে নিয়ে জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুরাতন বাস টার্মিনালের গোল চত্বরে থেকে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ঐ স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে “সড়ক পরিবহন আইন-২০১৮” আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাস চালক/হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে নড়াইল জেলা পুলিশ কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

পথ সভায় নতুন সড়ক আইন মেনে চলার জন্য সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার)। র‌্যালীতে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, নেতা, কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।