নড়াইলের সকল রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভো’গে যাত্রী সাধারণ

0
157

স্টাফ রিপোর্টার

নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ চালু করায় নড়াইলের সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে শ্রমিকরা। নতুন এ আইন গত ১ নভেম্বর থেকে চালু হলেও গতকাল ১৭ নভেম্বর থেকে এ আইন কার্যকর করার ঘোষণা দেয়ার পর সন্ধ্যা থেকে নড়াইল-ঢাকা, নড়াইল-খুলনা, নড়াইল-যশোরসহ জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। হঠাৎ করে গাড়ী বন্ধ হওয়ায় চরম দুর্ভো’গে পড়েছে যাত্রীরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের, খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি ও নড়াইল জেলা বাস- মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদেক আহম্মেদ খান জানান, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গাড়ি বন্ধের কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং কাউকেই গাড়ী চলাচল বন্ধ করতে বলা হয়নি। এ আইন কার্যকরের ঘোষণার পরই চালকরা আর গাড়ী চালাতে চাচ্ছেন না, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন।