নড়াইলের কালিয়ায় পাঁচ লবণ ব্যবসায়ীকে জরিমানা

2173
75
লবণ ব্যবসায়ীকে

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় লবণের দাম বৃদ্ধির গুজবে অতিরিক্ত দামে বিক্রি করায় পাঁচ লবণ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে কালিয়ার ইউএনও ও এসি ল্যান্ডের ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ওই জরিমনিার আদেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে লবনের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে উপজেলার হাট বাজার গুলোতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বেশী দামে লবন বিক্রি করতে শুরু করে। খবরটি জানার সঙ্গে সঙ্গে কালিয়ার ইউএনও মোঃ নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার বড়কালিয়া গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের ছেলে নিরঞ্জন বর্মনকে ৩ হাজার টাকা ও এসি ল্যান্ডের ভ্রাম্যমান আদালত উপজেলার চোরখালি গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে উৎপল সাহা, কানাই সাহার ছেলে নিতাই সাহা, পুটিমারী গ্রামের রাজু শেখের ছেলে রমজান আলী ও নড়াগাতি গ্রামের সিতানাথ সাহার ছেলে শুভাষ সাহাকে ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।