স্টাফ রিপোর্টার
নড়াইলে শুরু হল ২ দিনব্যাপি চিত্রশিল্পী এস এম সুলতান উৎসব-২০১৯। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গন, শিশুস্বর্গ ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শনিবার থেকে এ উৎসব শুরু হয়েছে।
শনিবার সকালে এস এম সুলতান সংগ্রহশালা প্রাঙ্গনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে সুলতান সংগ্রহশালার পাশ দিয়ে প্রবাহিত চিত্রা নদীতে শিশুদের নিয়ে নৌ ভ্রমণের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। শিশুদের নিয়ে নৌকা ভ্রমণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সাইফুর রহমান হিলু, সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা আসলাম খান লুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
২দিন ব্যাপী এ উৎসবে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিশু কর্মশালা, বিশেষ চাহিদা সম্পন্ন চিত্রশিল্পী মোঃ সাকি ও জেলা শিল্পকলা একাডেমীর গুণীজন সম্মাননাপ্রাপ্ত ৫ চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী, কবিতা পাঠের আসর, শিল্পী শাওন আকন্দ কর্তৃক শিল্পী এস এম সুলতানের ওপর তথ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শনী, বাউল গানের আসর,চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রকর্ম প্রদর্শনী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও আলোচনা সভা।