স্টাফ রিপোর্টার
“এই’ডস নির্মূলে প্রয়োজন; জনগণের অংশগ্রহণ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব এই’ডস দিবস। দিবসটি পালন উপলক্ষে নড়াইলে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ কর্মকর্তা মোঃ মাসুদ রানা, পরিবার পরিকল্পনা বিভাগ, নড়াইলের উপপরিচালক মোঃ শামসুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শাকুর, মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান বাবু, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।