৩ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মেলন, কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক?

5
207

নিজস্ব প্রতিবেদক

আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর ) নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। সারা শহরে সাজ সাজ রব। মোড়ে মোড়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের ছবি সম্বলিত শতাধিক তোরণ, প্রায় ২ হাজার ডিজিটাল ব্যানার ও বিলবোর্ড শোভা পাচ্ছে। এত বড় আয়োজনের সম্মেলন নড়াইলে কখনও অনুষ্ঠিত হয়নি। সম্মেলনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা অনেক উজ্জীবিত এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাদের মূল্যায়নও কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। চিত্রশিল্পী এস এম সুলতান মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নৌকাকৃতির সুবিশাল মঞ্চ তৈরি ছাড়াও মূল মঞ্চের দক্ষিণ পার্শ্বে আরও একটি মঞ্চ করা হচ্ছে। মূল মঞ্চে কেন্দ্রীয় এবং অতিথি নেতৃবৃন্দ বসবেন এবং পাশের মঞ্চে স্থানীয়, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসন গ্রহণ করবেন। সম্মেলন স্থলের চার পাশের এলাকাকে সাজানো হয়েছে এবং মঞ্চের সামনে বিশাল প্যান্ডেল করা হয়েছে। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্যাচার্য এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

কারা হচ্ছেন নড়াইল জেলা আওয়ামী লীগের আগামী দিনের কান্ডারি? বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বহাল থাকছে ! না নতুন নেতৃত্ব আসছে!এ প্রশ্ন এখন নড়াইলবাসীর মুখে মুখে। শীর্ষ দু’পদ পেতে এক ডজন নেতা কেন্দ্রে দৌড় ঝাপ করছেন এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাঁর দোয়া-আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন। তবে কয়েক নেতা প্রধানমন্ত্রীর সাথে দেখাও করতে সক্ষম হয়েছেন। আসন্ন সম্মেলনের পূর্বে প্রধানমন্ত্রীর সাথে যেসব নেতা দেখা করেছেন তারা নিজেদের ভাগ্যবান মনে করছেন।

এদিকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ জেলা সম্মেলনের মাধ্যমে গড়া নতুন কমিটিতে দুর্নীতিবাজদের পাশাপাশি বিতর্কিত ও অ’নুপ্রবেশকারীরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়েছেন। ত্যাগি, দক্ষ, যোগ্য, বিতর্কমুক্ত, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের ও সঠিক নেতৃত্বের মাধ্যমে যারা দলকে এগিয়ে নিতে পারবে তাদেরকেই তৃণমূল নেতারা নেতা নির্বাচন করবে বলে তৃণমূল নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আ’লীগের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পদক পদে প্রার্থী হতে গেলে দলীয় মনোনয়ন পত্র কিনতে হবে এবং এর জন্য মূল নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। এ পর্যন্ত সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন, সভাপতি পদে বর্তমান সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, বর্তমান কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সদর উপজেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান আ্যাডভোকেট গোলাম নবী, এ্যাডভোকেট আইয়ুব আলী, সিকদার আজাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এমদাদ হোসেন মোল্যা, সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী।

এদিকে সাধারণ সম্পাদক পদে আছেন বর্তমান সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়াইল চেম্বাস অব কর্মাসের সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য রাশেদুল বাশার ডলার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল, নড়াইল পৌর যুব লীগের সাবেক সভাপতি সরদার আলমগীর হোসেন।

সর্বশেষ গত ১৫ জানুয়ারি ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দিনই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে দ্বিতীয়বার সভাপতি এবং নিজাম উদ্দিন খান নিলুকে প্রথমবার সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। তবে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত প্রায় ১ বছর পর।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের পূর্বে নড়াগাতি ও লোহাগড়া থানা আ’লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। । ২৬ অক্টোবর কালিয়া উপজেলার নড়াগাতি থানা আ’লীগের সম্মেলনে খাজা নাজিম উদ্দিন সভাপতি এবং বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্যা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৭ অক্টোবর লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মুন্সি আলাউদ্দিন সভাপতি এবং সৈয়দ মশিউর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হন। তবে সময়ের অভাবে সদর উপজেলা, কালিয়া উপজেলা এবং নড়াইল পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ এবং সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ। নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে মলয় কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা জানান, সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। উপজেলা, থানা, পৌরসভা এবং ইউনিয়ন কমিটি মিলিয়ে ৩৪১জন কাউন্সিলর এবং প্রায় ৪০ হাজার মানুষ সম্মেলনে অংশগ্রহন করবেন এবং সবাইকেই দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু পৃথকভাবে বলেন, দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। দলের সিদ্ধান্তের বাইরে কখনও যাইনি। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ আরও সংগঠিত হয়েছে। তাই আশা করছি দল পূনরায় মূল্যায়ন করবে।

তবে এসব জল্পনা-কল্পনাকে ছাপিয়ে যে বিষয়টি ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে তা হলো কমিটিতে আসছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল জেলার ত্রিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেসহ কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কমিটি আসা না আসা নিয়ে মাশরাফির কোনো বক্তব্য পাওয়া না গেলেও অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিতই বলে জানিয়েছেন নেতারা।