নড়াইলে দিনব্যাপি স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

1
33
স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার

নড়াইলে দিনব্যাপি স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ স্কাউট, নড়াইল জেলা শাখার আয়োজনে মাছিমদিয়া প্রাথমিক টিচার্স ট্রেনিং সেন্টারের (পিটিআই) হলরুমে এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট নড়াইল জেলা শাখার সভাপতি আনজুমান আরা।

পিটিআই এর সুপারিয়েনটেন্ট বিনয় কৃষ্ণ ঢালীর সভাপতিত্ব উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছায়েদুরর রহমান, বাংলাদেশ স্কাউট নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক লোহাগড়া পইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বাংলাদেশ স্কাউট নড়াইল জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও কোর্সের প্রশিক্ষক এম মুনীর চৌধূরী সহ অনেক উপস্থিত ছিলেন। এই স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে ১৫২ জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন