খেলার মাঠ পরিস্কার করল নড়াইল জেলা ছাত্রলীগ

1
87
মাঠ পরিস্কার

স্টাফ রিপোর্টার

“আমাদের মাঠ পরিষ্কার রাখার দ্বায়িত্ব আমাদের” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইল জেলা ছাত্রলীগের উদ্দোগে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ।

এসময় জেলা ছাত্রলীগের নেতা মাহাবুবুর রহমান, মারজান বাপ্পি, তানভীর হিরোনসহ জেলা ছাত্রলীগ, জেলা স্কাউট ও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়েরর মাঠে প্রানের আয়োজনে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। কনসার্টে গান পরিবেশন করেন রেশমী মীর্জা, পুলক, পুতুল, এলিজা ও হেমা। কনসার্টের বিশেষ আকর্ষণ ছিলেন মীরাক্কেল খ্যাত পাভেল।