স্টাফ রিপোর্টার
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম-২০১৯ উপলক্ষে নড়াইল সদর উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল (রবিবার) বেলা ১১টায় সিভিল সার্জন কর্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাইল বিশ্বাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ অলোক কুমার বাগচি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ জিল্লুর রহমান। সদর উপজেলার ১৩ জন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, স্বাস্থ্যকর্মি এবং সিভিলসার্জন অফিসের কর্মকর্তা কর্মচারিসহ ৬০জন এ অবহিতকরণ সভায় অংশগ্রহন করেন। সভায় জানানো হয় সদর উপজেলার ১টি পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ২টি করে অভিজ্ঞ দল কুকুরকে ভ্যকসিন প্রদান করবেন।