স্বাধীনতার পর আজও লোহাগড়ায় শহীদদের স্মরণে নির্মিত হয় নাই কোন স্মৃতিস্তম্ভ

0
50

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে এ দিবসটি পালিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে রবিবার সকাল ৮টায় লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পতাকা উত্তোলন ও শহীদদের কবর জিয়ারত করা হয়। পরে শহরে গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালি শেষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা কর্মকর্তা মুকুল কুমার মৈত্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ এর সহকারী কমান্ডার (দপ্তর) শেখ আঃ হান্নান প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে ৮ নং সেক্টরের অধীনে লোহাগড়ার মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধের মাধ্যমে লোহাগড়া থানাকে পাক হানাদার মুক্ত করেন। এদিন কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। স্বাধীনতার পর আজও লোহাগড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত হয় নাই কোন স্মৃতিস্তম্ভ।