স্টাফ রিপোর্টার
“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ, সম্মান দুই-ই মেলে” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে রচনা প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, নড়াইল কারিগরী প্রশিক্ষন ইনিষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ শামিমূল ইসলাম, সরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিনিধি, নড়াইল কারিগরী প্রশিক্ষণ ইনিষ্টিটিউটের ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্ধশতাদিক শিশু অংশগ্রহণ করেন।