স্টাফ রিপোর্টার
সোমবার (২৩ ডিসেম্বর) থেকে নড়াইলে শুরু হচ্ছে ৩ দিনব্যাপি নাট্যোৎসব। নড়াইলের যুগান্তর নাট্য সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণকবরে পুস্পমাল্য অর্পণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক।
নাট্য উৎসবে নড়াইলের যুগান্তর নাট্য সংসদ কবি মাইকেল মধুসুদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’, যশোর বিবর্তন ‘পেজগী’ এবং ঢাকার প্রাচ্যনাট্য ‘সার্কাস সার্কাস’ পরিবেশন করবে। নড়াইলের চিত্রশিল্পী এস.এম সুলতান মঞ্চ এবং জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাটক মঞ্চায়িত হবে।
নড়াইলের যুগান্তরের ‘মেঘনাদবধ কাব্য’ মঞ্চায়িত হবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। এটি যুগান্তরের নিজস্ব প্রযোজনা। নাটকটির বিন্যাস ও প্রয়োগে রয়েছে শহীদুল্লাহ শাহীন।