নড়াইলে যুগান্তর নাট্য সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীঃ ৩ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

1
28
নড়াইলে যুগান্তর নাট্য সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীঃ ৩ দিনব্যাপী নাট্যোৎসব শুরু
নড়াইলে যুগান্তর নাট্য সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীঃ ৩ দিনব্যাপী নাট্যোৎসব শুরু

স্টাফ রিপোর্টার

নড়াইলে যুগান্তর নাট্য সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপি নাট্যোৎসব শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) যুগান্তর নাট্য সংসদের আয়োজনে শোভাযাত্রা, গণকররে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়েছে।

সোমবার সকালে শহরে একটি শোভাযাত্রা শেষে পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পণ এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে গণকবর চত্বরে যুগান্তরের সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার মোঃ মুরাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, মুলিয়া প্রতিদ্ধনি নাট্য গোষ্ঠীর পরিচালক মাহবুব-ই-রসুল অরুণ, স্বরলিপি সংগীত নিকেতনের সভাপতি আঞ্জুমান আরা, সুলতান শিশু ও চারাকলা ফাউন্ডেশনের পরিচালক আসাদুর রহমান এবং চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন।

তিন দিনব্যাপি নাট্য উৎসবে রয়েছে অলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নড়াইলের যুগান্তর নাট্য সংসদ কবি মাইকেল মধুসুদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’, যশোর বিবর্তন ‘পেজগী’ এবং ঢাকার প্রাচ্যনাট্য ‘সার্কাস সার্কাস’ নাটক। নড়াইলের চিত্রশিল্পী এস.এম সুলতান মঞ্চ এবং জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাটক মঞ্চায়িত হবে।