নড়াইলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ডাঃ এস সোহানী ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান

0
43
নড়াইলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ডাঃ এস সোহানী ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান
নড়াইলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ডাঃ এস সোহানী ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার

নড়াইলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ডাঃ এস সোহানী ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া উপজেলার নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয় ও ব্রাহ্মণডাঙ্গা কারিগরি দাখিল মাদ্রাসা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণডাঙ্গা কারিগরি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে প্রথম হতে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেনীর মেধাবী ৩জন করে মোট ৩০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি প্রদান করেন ট্রাষ্টের সদস্য বাংলাদেশ মহিলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলি, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য সৈয়দ সামিউল হাসান শরফু, মোঃ আবু মোল্যা, মাদ্রাসার সুপার মাওলানা এটিএম মাহমুদুর রহমান, সহ সুপার মাওলানা মিজানুর রহমান, নোয়াগ্রাম ইউপি সদস্য এসএম শারফুজ্জামান বোরাক সহ অনেকে।

এসময় মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক মীর্জা মোঃ নাজমুল হাসান ১০জন মেধাবী শিক্ষার্থীকে ও বিদ্র্যোৎসাহী সদস্য সৈয়দ সামিউল হাসান শরফু সর্বোচ্চ নম্বরপাপ্ত একজন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেন। শিক্ষাবৃত্তি প্রদান শেষে এ্যাডভোকেট ফারহানা রেজা পিউলির ব্যক্তিগত অর্থায়নে মনিরা নামে একজন বিধবা নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করেন।

এদিকে গত ২৮ ডিসেম্বর চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে দশম শ্রেণী পর্যন্ত ১৮জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান করেন আর্ন্তজাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ সরকারী আইনজীবী নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের কৃতি সন্তান এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, তাঁর সহধর্মিনী বাংলাদেশ মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাদিউর রহমান, প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্রসহ অনেকে। অপরদিকে গত ২৬ ডিসেম্বর নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ২২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।