নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

5
16
নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৪.৩০ মিনিটে নড়াইল জেলা ও দায়রা জজের সভাকক্ষে ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তাগণ জেলায় যাতে দুঃস্থ, গরীব, অসহায় মানুষ বিনা খরচে বিচার পায়; সর্বস্তরের মানুষ যেন লিগ্যাল এইড এর বিষয় অবগত হন এবং লিগ্যাল এইড এর সহায়তা নিতে আসেন এ ব্যাপারে প্রশাসন, ইউপি চেয়ারম্যানসহ সকলের সহায়তা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নয়ন বড়াল, জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি শোমা খাতুন, পিপি এমদাদুল ইসলাম, উকিল বারের সম্পাদক উত্তম কুমার ঘোষ, এপিপি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, বিচারকগণ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা লিগাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ পশুপতি বিশ্বাস ।