স্টাফ রিপোর্টার
নড়াইলে নদী ভাঙ্গনসহ বিভিন্ন এলাকার গরীব ও অসহায় শীতার্তদের মাঝে ১হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলির ব্যক্তিগত অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।
বুধবার (১ জানুয়ারী) সকাল লেকে দুপুর পর্যন্ত লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ শিয়েরবর, রঘুনাথপুরসহ পার্শ্ববর্তী গ্রামে কম্বল বিতরণ করেন বাংলাদেশ মহিলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলি। এর আগে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন, বাঁশগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকার অসহায় ও গরীব শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ সামিউল হাসান শরফু, অ্যাডভোকেট আবুল হাসনাত জিহাদ, এ্যাডভোকেট রেজওয়ানুল হাসান নিলয়, সোহান, তুহিন শেখ, রিয়াজুল ইসলাম শাহীন, সৈয়দ হাসান ইমাম তপু সংশ্লিষ্ট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট ফারহানা রেজা পিউলি বলেন, ‘ আমি ঢাকায় আইনপেশায় নিযুক্ত রয়েছি। আমার জন্মস্থান নড়াইল। সে কারনে নাড়ীর টানে সময় পেলেই ছুটে আসি। আমার সামর্থ অনুযায়ী মানুষের সেবা করার চেষ্টা করি। এবার শীতের সময় নড়াইলের বিভিন্ন এলাকায় এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।
এছাড়া দেশের উত্তরাঞ্চলে ৫০০ কম্বল বিতরণ করেছি। সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে আমাদের সমাজের গরীব মানুষগুলি শীতে কষ্ট পাবে না। দরিদ্রদের একটু আয়ের ব্যবস্থা করে দিতে পারলে কেউ পরিবারের সদস্যদের নিয়ে অভূক্ত থাকবে না।’