নড়াইলের লোহাগড়ায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

0
118
নড়াইলের লোহাগড়ায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
নড়াইলের লোহাগড়ায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের ওলফাত মোল্যার ছেলে মাদক কারবারি রমজান মোল্যাকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার লোহাগড়ার কালনাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রমজানকে ৫০০ পিস ইয়াবাসহ কালানাঘাট এলাকা থেকে আটক করা হয়। কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবাগুলো নিয়ে লোহাগড়ায় আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় লাখ টাকা। রমজানের বিরুদ্ধে চট্টগ্রামে মাদক মামলা রয়েছে। সে ২০১২ সাল থেকে ইয়াবাসহ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।