নড়াইলে মাসব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

5
42
নড়াইলে মাসব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
নড়াইলে মাসব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

২০২১ সালের মধ্যে দেশে ২৪ হাজার উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে ৪র্থ ব্যাচের উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে জেলা প্রশাসক আনজুমান আরা প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), নড়াইল জেলা কর্মকর্তা মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), নড়াইল কর্মকর্তা ,প্রশিক্ষনার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মোট ১৫টি ব্যাচে ৩৭৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ প্রশিক্ষণে শিক্ষিত যুব পুরুষ ও মহিলাদের বিনিয়োগ সংক্রান্ত ধারনা প্রদান এবং প্রচলিত আইন, পদ্ধতি, বিধি বিধান, নিয়ম কানুন, ও মুলধনের সংস্থান ইত্যাদি বিষয়ে উদ্যোক্তা সৃষ্ঠির লক্ষ্যে জেলার ২৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।