স্টাফ রিপোর্টার
নড়াইলে বঙ্গবন্ধুর ফুপু শেখ হায়াতুন্নেছার স্বামী কাজী আবুল হায়াতের ৭৯তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পবিত্র কোরআন খতম ও কামাল প্রতাপ শাহ শাহেব কেবলা (পীরের) মাজার জাম মসজিদে ২টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) আছরের নামাজ শেষে মসজিদের ঈমাম হাফেজ মোঃ রুহুল শেখের হাতে ২টি সিলিং ফ্যান তুলে দেন বঙ্গবন্ধুর আত্মীয় শেখ হায়াতুন্নেছার দৌহিত্র কাজী হাফিজুল করিম শিল্পী। এর আগে কোরআন খতম শেষে বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
কাজী হাফিজুল করিম শিল্পী বলেন মৃত্যূবাষির্কী উপলক্ষে দাদার আত্মার শান্তির কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া করা হয়। এবং মসজিদের মুসল্লিদের নামাজের সময় সুবিধার্থে ২টি সিলিং ফ্যান দেয়া হয়।
তিনি আরো বলেন, আমাদের পরিবারের সকল সদস্য দেশে ও দেশের বাহিরে বিভিন্ন দেশে থাকে। যেহেতু আমি গ্রামের বাড়ি থাকি তাই এখন থেকে প্রতিবছর আমার দাদি, বাবা এবং মায়ের মৃত্যূবার্ষিকী পালন করবো।
কাজী আবুল হায়াত ১৯৪০ সালের ১০ জানুয়ারী মৃত্যূবরন করেন। বঙ্গবন্ধুর ফুফু শেখ হায়াতুন্নেছা ২০০১ সালের ৪ জানয়ারী মৃত্যুবরণ করেন। মৃত্যূকালে শেখ হায়াতুন্নেছা ৩ ছেলে ৩ মেয়ে রেখে গিয়েছিলেন। টুঙ্গিপাড়ার শেখ পরিবারের শেখ হায়াতুন্নেছার সাথে ১৯২১ সালে কামাল প্রতাপের কাজী আবুল হায়াতের বিবাহ হয়।