স্টাফ রিপোর্টার
গ্রাম্য শত্রুতার জেরে পানের বরজে আগুন দিয়েছে দুবৃত্তরা। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের ঘষিবাড়িয়া গ্রামে শুক্রবার রাতে পানের বরজে এ আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুবৃত্তরা পানের বরজে আগুন দিয়ে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি করেছে।
পানের বরজে আগুন দেয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে অপরাধিদের বিচারের দাবিতে বেলা ১১টায় ঘষিবাড়িয়া গ্রামে পানের বরজ ক্ষেতের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের সদস্য মোঃ হাদিউজ্জামান হাদি, ক্ষতিগ্রস্ত পানের বরজ ক্ষেতের মালিক প্রভাষ দাস, মাউলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য শেখ জাকারিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সবুজ কুমার দাস, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদ্যুৎ দাস, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শুনিল দাস, অর্পণা রানী দাস প্রমুখ।
ক্ষতিগ্রস্ত পানের বরজ ক্ষেতের মালিক প্রভাষ দাস বলেন, ‘আমি ২৬শতক জমির ওপর জীবিকা নির্বাহ করার জন্য পানের চাষ করেছি। কিন্তু গ্রাম্য শত্রুতার জেরে একই গ্রামের সুব্রত দাসসহ আরো অনেকে আমাকে হত্যার হুমকি দিয়েছিল। তারাই পানের বরজে আগুন দিয়ে ৫লক্ষ টাকার ক্ষতি করেছে বলে আমার বিশ্বাস।’
এসব অভিযোগ অস্বীকার করে সুব্রত দাস বলেন, ‘আমিসহ অন্যান্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নহে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ উপজেলার নড়াগাতি থানার ওসি মো আলমগীর কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’