স্টাফ রিপোর্টার
মাশরাফীর হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইল হেলথ কেয়ার সেন্টারে অত্যাধুনিক “কলপোস্কপি” মেশিনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১১টার দিকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও ডায়াবেটিক রোগি কল্যাণ সমিতির আয়োজনে শহরের মহিষখোলায় অবস্থিত নড়াইল হেলথ কেয়ার সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের এমপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার মা হামিদা মোর্ত্তজা বলাকা।
এসময় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এ উদ্যোগের সফল উদ্যোক্তা মাদার অব কলপোস্কপি খ্যাত নড়াইলের কৃতি সন্তান ব্রিগেডিয়ার প্রফেসর ডাঃ নাসরিন সুলতানা, ডাঃ আলিমুজ্জামান সেতু, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কাজী হাফিজুর রহমান, কামরুল আলম, মেশকাতুল ওয়াজীন লিটু প্রমুখ।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, দেশের দক্ষিনাঞ্চলে শুধুমাত্র খুলনাতে একটি এ মেশিন থাকলেও পরীক্ষা-নিরীক্ষা অত্যন্ত ব্যয়বহুল। এ মেশিনের সাহায্যে মহিলাদের জরায়ু এবং সংশ্লিষ্ট বিভিন্ন জটিল রোগ নিরুপনে সঠিক রিপোর্ট পাওয়া যাবে। মা-বোনদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে সর্বাধুনিক কম্পিউটারাইজড পদ্ধতি “কলপোস্কপি” মেশিনের সাহায্যে নামমাত্র ৫শ টাকায় এখানে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। ফলে নড়াইলের গরীব এবং সাধারণ রোগি স্বল্প খরচে আধুনিক সেবা পাবেন।
উল্লেখ্য, এ উদ্যোগের সাহস যুগিয়েছেন মাদার অব কলোপস্কপি খ্যাত নড়াইলের কৃতি সন্তান ব্রিগেডিয়ার প্রফেসর ডাঃ নাসরিন সুলতানা। জানা গেছে, নড়াইল এক্সেপ্রেস ফাউন্ডেশন স্বেচ্ছাসেবামূলকভাবে এবং ফাউন্ডেশনের অর্থায়নে খেলাধুলা, স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে কাজ করছে। গত কয়েক মাস ধরে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নড়াইল শরীফ আঃ হাকিম মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে মাত্র ৫০ টাকা ফি প্রদানের মাধ্যমে সপ্তাহে চার দিন সেবা প্রদান করা হচ্ছে।