নড়াইলে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

2
45
নড়াইলে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
নড়াইলে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৯-২০ এর আওতায় চাচঁড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করা হয়। কালিয়া উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থকে বাছাইকৃত ৩০ জন ছাত্রকে মাসব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ দেন বিসিবি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ক্রিকেট কোচ মোঃ ইমরুল কায়েচ।

সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চাচঁড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, ক্রিকেট প্রশিক্ষক মোঃ ইমরুল কায়েচ প্রমুখ। অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, প্রশিক্ষানার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।