স্টাফ রিপোর্টার
নড়াইলে লেখালেখিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে সদরের ইচড়বাহা গ্রামের পশ্চিমপাড়ায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রুরাল রিকনস্ট্রাশন ফাউন্ডেশনের (আরআরএফ) আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন ক্লাসের কিশোরীরা অংশগ্রহণ করে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দৈনিক স্পন্দন পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও একুশে টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ফরহাদ খান এবং মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্র ও কণ্ঠশিল্পী এম সবুজ সুলতান।
সমন্বয়কারী ছিলেন আরআরএফ’র প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বীনা। কর্মশালায় সৃজনশীল লেখালেখি, চিত্রাঙ্কন, আনন্দ-আড্ডা, কবিতাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানমূলক আলোচনা করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি বিকেলে সদরের তুলারামপুর গ্রামের রাজধানীপাড়ায় একই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।