নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

5
36
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অন্তত ৩০টি ইভেন্টে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম ছায়েদুর রহমান, জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি, নাজনীন সুলতান রোজী, নারী নেত্রী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা প্রমুখ।