নড়াইলে চল্লিশোর্ধ্ব নারীদের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠিত

1
109
নড়াইলে চল্লিশোর্ধ্ব নারীদের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠিত
নড়াইলে চল্লিশোর্ধ্ব নারীদের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে চল্লিশোর্ধ্ব বয়সের নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় অর্গানাইজেশন ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট (ওআরসিডি) এর আয়োজনে সদরের বাশঁগ্রাম ইউনিয়নের দারিয়াপুরে ওআরসিডি কলেজ মাঠে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অষ্ট্রেলিয়ার মেলবোর্ণ সুইনবার্ণ ইউনিভার্সিটির পরিসংক্যান বিভাগের গবেষণা বিভাগের পরিচালক ও ওআরসিডির প্রতিষ্ঠাতা ড. আমিরুল ইসলাম ।

এ প্রতিযোগিতায় ঐ এলাকার শতাধিক চল্লিশোর্ধ মহিলা বিস্কুট দৌড়, চেয়ার সেটিং, বালিশ বদল, গল্পবলা, সুইসুতা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। পরে সকলকে নিয়ে ১কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। ওআরসিডির অধ্যক্ষ মানিক চন্দ্র রায়, মনোরনজন কাপুড়িয়া মহাবিদ্যালয়ের প্রভাষক বিএম রবিউল ইসলাম, অগ্রণী ব্যাংক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) সিকদার আতাাউর রহমান, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মনজুরুর রহমান, সমাাজ সেবক মোঃ রফিকুল ফকির, ওআরসিডির গভেষনা কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ খায়রুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজক অষ্ট্রেলিয়ার মেলবোর্ণ সুইনবার্ণ ইউনিভার্সিটির পরিসংক্যান বিভাগের গবেষণা বিভাগের পরিচালক ও ওআরসিডির প্রতিষ্ঠাতা ড. আমিরুল ইসলাম জানান, মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এ আয়োজন। মহিলারা সব সময় বাড়ীর কাজে ব্যস্ত থাকে, এ রকম খেলাধূলার সুযোগ হয় না। তাদের খেলাধুলার মাধ্যমে বিনোদন প্রদান এবং খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে সজাগ করে তুলাই আমাদের উদ্দেশ্য। আমরা দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সেবাসহ জনচেতনতামূলক কাজ করে আসছি। আমরা চাই স্বাস্থ্য বিষয়ে সবাই সজাগ থাকুক।