নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিচার বিভাগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৭টার দিকে জেলা জজকোট এলাকা থেকে প্রভাতফেরী বের হয়। প্রভাত ফেরীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
পরে ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাবজজ আবুবক্কর সিদ্দিক, সাব জজ হাদিউজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম সহ বিচার ভিাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। শ্রদ্ধাঞ্জলি শেষে র শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।