নড়াইল প্রতিনিধি
নড়াইলের পল্লীতে মাছ ধরাকে কেন্দ্র করে মহিলাসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ দুবৃত্তরা। রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার জুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দু’টি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
পুলিশ ও আহত স্বজন সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে জুড়ালিয়া গ্রামের বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মোরাদ মোল্যার সঙ্গে একই গ্রামের রাসেল, রেন্টু ও পাইলটের কথা কাটাকাটি হয়।এ ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে লাঠিশোঠা নিয়ে মোরাদের বাড়ি প্রবেশ করে সদর উপজেলার জুড়ালিয়া গ্রামের মোরাদ মোল্যা (৫২), তার স্ত্রী সেলিনা খাতুন (৪৫) ও তাদের ছেলে নবম শ্রেনীর ছাত্র রাব্বি মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে সদর থানার ওসি মো.ইলিয়াস হোসেন বলেন, ‘মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’