নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের শ্রমিকের মৃত্যু

0
98
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের শ্রমিকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় মাছের ঘেরের মোটরের বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুজন শেখ (২২) নামে এক ঘের শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কলাবাড়িয়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। সে উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত তুরু শেখের ছেলে।

সুজনের পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামের গাজীর কুঠির বিলে একই গ্রামের তৌহিদ শেখের মাছের ঘেরে সুজন শ্রমিকের কাজ করতো। ওই দিন সকালের কোন এক সময়ে সে মাছের ঘেরের পানির মোটরের বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। সকাল ১০ টার দিকে স্থানীয়রা তাকে ঘেরের পাড়ে বিদ্যুতের তারসহ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।পরে তার স্বজন ও পুলিশকে খবর দিলে উপজেলার নড়াগাতি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।