নড়াইলে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

5
14
নড়াইলে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
নড়াইলে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিস, নড়াইলের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে বিএমএ নড়াইল শাখার সাধারণ সম্পাদক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সি, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান বাবু, পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইল উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুল মান্নান, সভায় সরকারি কর্মকর্তা, ডাক্তার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, “আয় আয় সোনামনি টিকা নিয়ে যা”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল ৩ সপ্তাহব্যাপী জেলায় ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী আনুমানিক দেড় লক্ষ শিশুকে ১ ডোজ করে এমআর ( হাম-রুবেলা ) টিকা খাওয়ানো হবে।এ মধ্যে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ বিভিন্ন স্কুলে এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল মাঠ পর্যায়ে এ টিকা খাওয়ানো হবে।