স্টাফ রিপোর্টার
‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে জাতীয় পাট দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড, এস এ মতিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাহাবুবু রহমান, সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইউছুফ আলী প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, পাটচাষী, প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।