নড়াইলে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

3
20
নড়াইলে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের দানাপানি রেস্টুরেন্ট এবং কনভেনশন সেন্টারের হলরুমে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক(যুগ্ম-সচিব) ডি এম আব্দুস সালাম।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন, পরিবার পরিকল্পনা বিভাগ,ঢাকার উপ-পরিচালক (এমসি এইচ) ডাঃ জয়নাল হক, পরিবার পরিকল্পনা বিভাগ, যশোরের কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম খান, বিএমএ নড়াইল জেলা সভাপতি ডাঃ মনোয়ার হোসেন তাপস, সাধারণ সম্পাদক ডাঃ আসাদ -উজ- জামান মুন্সি, ডাঃ আঃ মান্নান মোল্যা, ডাঃ নাসরীন সুলতানা, ইমাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক -শিক্ষার্থী, ডাক্তার, সাংবাদিক পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাসহ মোট ৪৫জন এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ে কি কি করণীয় এবং সরকার ও পরিবার পরিকল্পনা বিভাগের কৈশোর কালীন বিভিন্ন কর্মসূচির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।