স্টাফ রিপোর্টার
নড়াইলের কামাল প্রতাপ গ্রামে আ’ধিপত্য বিস্তারের জের ধরে নিহ*ত সাফি মোল্লা (৩৫) হ*ত্যার ঘটনায় ২৯জনের বি’রুদ্ধে মামলা হয়েছে। সদর থানা পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে। এ ঘটনার জের ধরে ওই গ্রামের বিদ্যুৎ, জাহিদ জোমাদ্দার, রংগু জমাদ্দার এবং পাশ্ববর্তী লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের আলী খা ও ওহিদার খার বাড়ি ভাং*চুর, গরু-ছাগল লু*টপাটের ঘটনা ঘটেছে।
জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ বাজারে একটি দোকানে বসে সাফি গল্প করছিল। এ সময় ওৎ পেতে থাকা ৮-১০ সন্ত্রা*সী তাকে দেশীয় ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে হ*ত্যা করে পালিয়ে যায়। নি*হত সাফি কামাল প্রতাপ গ্রামের বজলু মোল্লার ছেলে। এ ঘটনায় নিহ*তের ভাই সোহাগ মোল্যা বাদি হয়ে রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় আমাদা গ্রামের সাইদ মল্লিককে প্রধান আসামি করে ২৯জনের বি*রুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে।
গ্রামবাসি জানায়, কামাল প্রতাপ গ্রামে বাবুল শেখ, সাইফুল মোল্যা গ্রুপের সাথে আধি*পত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের বিদ্যুৎ জমাদ্দার ও পার্শ্ববর্তী আমাদা গ্রামের সাইদ মল্লিক গ্রুপের বিরো*ধ চলে আসছিল। এর জের ধরে ২০১৯ সালের ২৫ এপ্রিল বাবুল শেখের ভাই ডাবলু শেখ প্রতিপক্ষের হাতে নিহ*ত হয়। এ ঘটনা আদালতে বিচারাধীন।
বাঁশগ্রাম ইউনিয়নের মেম্বর বাদি পক্ষের মোঃ সেকান্দার আসামিদের বাড়ি ভাং*চুর-লু*টপাট সম্পর্কে বলেন, হ*ত্যার ঘটনার পর কিছু দু*স্কৃতিকারী কয়েকটি বাড়ি ভাং*চুর-লু*টপাট করেছে স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। তিনি এ হ*ত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, আ*ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভাং*চুর ও লু*টপাটের কিছু ঘটনা লোহাগড়া থানাধীন আমাদা গ্রামে ঘটতে পারে বলে মন্তব্য করেন। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি এখন শান্ত এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।