স্বাধীনতা পুরস্কার থেকে রইজ উদ্দিনের নাম প্রত্যাহারের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ

2
29
স্বাধীনতা পুরস্কার থেকে রইজ উদ্দিনের নাম প্রত্যাহারের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ
স্বাধীনতা পুরস্কার থেকে রইজ উদ্দিনের নাম প্রত্যাহারের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার

‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ থেকে কথা সাহিত্যিক এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম প্রত্যাহারের প্রতিবা*দে নড়াইলে মানববন্ধন ও বিক্ষো*ভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে আদালত চত্বরে এসব কর্মসূচী পালিত হয়।

কবি ও সাংবাদিক সাথী তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ নওশের আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পরিতোষ বাগচী, সাংবাদিক অশোক কুন্ডু, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, কবি যাযাবর মুনীর, কবি আবু বক্কার, সাংবাদিক হুমায়ুন কবির রিন্টু প্রমুখ। সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে কবি, শিল্পী, সাহিত্যিকসহ পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের কৃতি সন্তান কথা সাহিত্যিক এস এম রইজ উদ্দিন আহম্মদ এ বছর স্বাধীনতা পুরস্কারে মনোনীত হন। গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপর একটি কুচ*ক্রীমহল রইজ উদ্দিনের বিরুদ্ধে ষ*ড়যন্ত্রে নামে। ১২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত গেজেটে ‘স্বাধীনতা পদক’ থেকে রইজ উদ্দিনের নাম বাদ দেয়া হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে রইজ উদ্দিনের নাম পুনঃরায় অন্তর্ভূক্তির দাবি জানান বক্তারা।

জানা যায়, রইজ উদ্দিনের প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০টি। এছাড়া সম্পাদিত বইয়ের সংখ্যা একশ’ বেশি। তিনি গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ছড়া, আঞ্চলিক ইতিহাস, ভ্রমণ কাহিনী, কাহিনী কাব্য, ইতিহাস-ঐহিত্য, জ্ঞান-বিজ্ঞান, রম্য রচনা, গবেষণা গ্রন্থ, বয়স্ক শিক্ষার বই, সম্পাদনা বই, প্রশিক্ষণ গাইডসহ বিভিন্ন ধরণের বই লিখেছেন।