স্টাফ রিপোর্টার
নড়াইলে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৪৩ জন। শনিবার বিকেল পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নড়াইলে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন ১৪৩ জন। গত শুক্রবার এ সংখ্যা ছিল ১০৯ জন। তবে কতজন প্রবাসী এ পর্যন্ত নড়াইলে এসেছেন, তা জানাতে পারেননি সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। তিনি বলেন, এ তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানতে হবে।
অন্যদিকে করোনায় আ*ক্রান্তদের জন্য নড়াইল সদর হাসপাতালে ১০টি, কালিয়া ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে বেড প্রস্তুত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।