স্টাফ রিপোর্টার
গত ২৪ দিনে কতজন প্রবাসী নড়াইলে ফিরেছেন তার কোনো তথ্য নেই। নড়াইল স্বাস্থ্য বিভাগ বলছেন এ তথ্য তাদের হাতে নেই। তবে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) বিকেল পর্যন্ত জেলায় ৩শ২১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ২৩জন নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন । এর মধ্যে সদরে ১৫ জন, কালিয়ায় ৬ এবং লোহাগড়ায় ০২ জন। প্রতিদিনই প্রবাসীদের সংখ্যা বাড়ছে।
এদিকে নড়াইলে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় এক জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালিয়া শহরের ছোটকালিয়া এলাকার মুরাদ (৩৪) নামে এক ব্যক্তি ভারত থেকে এসে কালিয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে ঘোরা-ফেরা করছিল। হোম কোয়ারেন্টাইন না মেনে প্রকাশ্যে ঘোরাঘুরির অপরাধে কালিয়া থানা পুলিশ তাকে আটক করে এবং কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.নাজমুল হুদা ৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তাকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বলেন,কতজন প্রবাসী নিজ জেলা নড়াইলে প্রবেশ করেছেন তার তথ্য একদিন ঢাকা করোনা সার্ভার থেকে দিয়েছিল। কিন্তু আপডেট কোনো তথ্য নেই। তবে আমরা এখন তৃতীয় ধাপে পৌছে গেছি। এখন প্রবাসী, তাদের পরিবার এবং আমাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।