স্টাফ রিপোর্টার
সাধারণ ছুটির চতুর্থ দিনে করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলে গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। রবিবার সকালে নড়াইল সদর আধুনিক সদর হাসপাতাল এলাকায় জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে এ অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্বাবাধয়ক ডাঃ আব্দুস শুকুর, আর এম ও ডাঃ মশিউ রহমান বাবু, জেলা রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সদস্য মোঃ রেজাউল বিশ্বাস। এ সময় হাসপাতালে বিভিন্ন এলাকায় জীবানু নাশক স্প্রে করা ও হাসপাতালে আগত দর্শনার্থী ও চিকিৎসা প্রার্থীদের হ্যান্ড রাব দেওয়া হয়। ক্রিসেন্ট সদস্য বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ও গুজব না ছড়িয়ে সঠিক নিয়ম মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।