নড়াইলের লোহাগড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সাংসদ মাশরাফীর খাদ্য সামগ্রী বিতরণ

0
38
নড়াইলের লোহাগড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সাংসদ মাশরাফীর খাদ্য সামগ্রী বিতরণ
নড়াইলের লোহাগড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সাংসদ মাশরাফীর খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে লোহাগড়া পাইলট ইচ্চ বিদ্যালয়ের চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলার ১২টি ইউনিয়নে ও ১টি পৌরসভার ৬৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম,এম আব্দুল্লাহ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ৫কেজি চাল, ১কেজি ডাল ও কেজি তেল প্রদান করা হয়।