স্টাফ রিপোর্টার
নড়াইলে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এড়াতে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী ও কর্মজীবীদের জন্য পৌর এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রী শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম শুরু করা হয়। লোকের সংখ্যা বেশি হওয়ায় এবং ডিলারদের স্থান সংকুলানের কারণে বেশির ভাগ জায়গায় সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে না। একই সাথে আটা দেয়ার কারণে প্রতিটি স্থানেই লোকের সমাগম বেশি। এজন্য, জনসমাকীর্ণ মানুষদের লাইনে দাড়িয়ে থেকে চাল ও আট সংগ্রহ করতে দেখা যায়।
এ কার্যক্রমে প্রতিদিন ১০ টন চাল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১ টি ডিলারের মাধ্যমে সপ্তাহে ৩ দিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত আগে আসলে আগে পাবে এ ভিত্তিতে এ চাল বিক্রী করা হবে। প্রতিজনকে ১০ টাকা দরে ৫ কেজি করে চাল দেয়া হবে। জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডুসহ জেলা ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা এ সময় বিভিন্ন এলাকায় গিয়ে এ কার্যক্রম তদারকি করেন।