স্টাফ রিপোর্টার
করোনা প্রভাবে চলাচল এবং লোক সমাগমে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হলেও জনসমাগম আগের মতোই রয়েছে। সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসনের এক ঘোষণায় জেলায় সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কাঁচাবাজারসহ জরুরি দোকান খোলার প্রশাসনের নির্দেশনা চালু আছে। জেলায় সাধারন চলাচল নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছেন। এই কর্মসূচীর অংশ হিসেবে কয়েকটি কাঁচাবাজার স্থানান্তরের ঘোষণা দেয় প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে রূপগঞ্জ কাঁচা বাজার ও আড়ত ভিক্টোরিয়া কলেজের কুরিরডোপ মাঠে স্থানান্তর করা হয়েছে। তবে কাঁচাবাজারের কয়েকজন ব্যবসায়ী জানান,বাজার স্থানান্তর করে কি লাভ হলো, এখানেও তো গাদাগাদি করে বসছে সবাই।
তবে ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, আমরা এখানে দোকান বসানোর পর প্রশাসনের লোকজন বলছেন ৬ ফুট দূরে বসতে হবে। এমনিতে অনেক কষ্ট করে এক জায়গা থেকে অন্যত্র এসে দোকান বসিয়েছি। একথা দোকান বসানোর আগে বললে ভালো হতো।