নড়াইলে হঠাৎ করে সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষ রাস্তায়, সতর্কতা জারি

4
141
নড়াইলে হঠাৎ করে সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষ রাস্তায়, সতর্কতা জারি
নড়াইলে হঠাৎ করে সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষ রাস্তায়, সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার

হঠাৎ করে সরকারি নির্দেশনা অমান্য করে নড়াইলে রূপগঞ্জ বাজারসহ বিভিন্ন রাস্তায় জন সমাগম বেড়েই চলেছে। সাধারণ মানুষ রাস্তায় বের হওয়ায় নড়াইলে বিভিন্ন রাস্তায় প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা ও জনসচেতনতা বার্তা প্রচার করা হয়েছে।

আজ রবিবার সকাল থেকেই শহরের রূপগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল এ কার্যক্রম পরিচালনা করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লা আল মুমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে সর্তক করা হয় ও রাস্তায় বের হতে নিষেধ করা হয়।

এছাড়া একই সাথে ইজিবাইক-ইজিভ্যান ও নসিমন-করিমন, মটরসাইকেল, এবং প্রাইভেট চলাচল করতে নিষেধ করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র সঠিক না থাকায় জরিমানা করা হয়।