সারাদেশে করোনায় মৃ*ত ৩৯, আক্রান্ত ৮০৩

0
11
দক্ষিণ নড়াইল লকডাউনের খবর গুজব
করোনা ভাইরাস, জনসাধারণের করণীয়

নিউজ ডেস্ক

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মোট মৃ*তের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এছাড়া নতুন করে আরো ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্তসহ সারাদেশে মোট ৮০৩ জন করোনা রোগী শনাক্ত হলো। সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসকল তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭০টি নমুনা পরীক্ষার মধ্যে ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো তিনজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে ওয়ার্ল্ডোমিটার ডটকম বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে। তাদের তথ্য অনুযায়ী বিশ্বে মোট আক্রান্ত ১৮ লাখ ৫৭ হাজার ১১৫ জনের মধ্যে মারা গেছেন এক লাখ ১৪ হাজার ৩৩২ জন। আক্রান্ত হয়ে সুস্থ উঠেছেন চার লাখ ২৮ হাজার ৩২২ জন। এখনো চিকিৎসাধীন আছেন ১৩ লাখ ১৪ হাজার ৪৬১ জন রোগী