নিউজ ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ৩ বাংলাদেশিসহ রেকর্ড ২ হাজার চারশো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ২৬ হাজারের বেশি মানুষ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট ১৪০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৩ হাজারের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আ*ক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউইয়র্কে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে চীন ঘেঁ*ষা অভিযোগ এনে জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল (রবিবার) থেকে শুরু হওয়া এসব ঝড় সোমবার রাত পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক তা*ণ্ডব চালায়। ঝড়ে সবচেয়ে বেশি প্রাণহা*নি হয়েছে মিসিসিপি অঙ্গরাজ্যে। রাজ্যের ছয়টি অঞ্চলে ১১ জনের মৃত্যু হয়েছে।