করোনা পরিস্থিতিতে নড়াইলে ৩০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন মুক্তি এমপি

3
38
করোনা পরিস্থিতিতে নড়াইলে ৩০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন মুক্তি এমপি
করোনা পরিস্থিতিতে নড়াইলে ৩০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন মুক্তি এমপি

স্টাফ রিপোর্টার

নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ৩০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলার কালিয়া উপজেলার খাদ্য গুদামের সামনে নড়াইল-১ আসনের সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানদের নিকট এ ত্রাণ হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ফকির মুসফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, কালিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক রানা শেখ, হামিদপুর ইউনয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ, পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান জারজিদ হোসেন, শেখ বাঔসোনা ইউপি চেয়রম্যান শাহ মো: ফোরকান, পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন হিরু প্রমুখ।

সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সকল নেতাকর্মিদের সমন্বয়ে ফান্ড গঠন করে ও সরকারী অনুদানের বরাদ্দের সমন্বয়ে আমরা অসহায় দুঃস্থদের মাঝে এ ত্রাণ বিতরণ করছি। যতদিন এ সমস্যার সমাধান না হবে ততদিন এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, কালিয়ার কোন কর্মহীন মানুষ যেন না খেয়ে থাকে তার জন্য এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপশি হটলাইন চালু করা হয়েছে যেখানে ফোন পাওয়ার সাথে সাথে বাড়িতে খাদ্য পৌছে দেওয়া হচ্ছে।।